মাসনূন লাইফের রুকইয়াহ প্যাকেজ সেশন পরিচিতি

জীন, জাদু, বদনজর, হাসাদ এবং এগুলোর কারণে সৃষ্ট সমস্যার চিকিৎসার জন্য মাসনূন লাইফ প্রাথমিকভাবে এবং পরবর্তী ধাপসমূহে বিভিন্ন ক্যাটাগরির সেশনের ব্যবস্থা রেখেছে। আমরা সে সকল সেশন সমূহের বিস্তারিত বিবরণ নিম্নে উল্লেখ করছি।

১) ডায়াগনোসিস রুকইয়াহ সেশন
২) লং রুকইয়াহ সেশন
৩) ফলোআপ সেশন
৪) তিনদিন ব্যাপী ম্যাস রুকইয়াহ সেশন
৫) ডে লং ম্যাস রুকইয়াহ সেশন
৬) ডে লং একক রুকইয়াহ সেশন
৭) রুকইয়াহ তাদমীর সেশন

১) ডায়াগনোসিস রুকইয়াহ সেশনঃ

জীন, জাদু, বদনজর, হাসাদ বা এজাতীয় কোন সমস্যা আছে কিনা তা প্রাথমিকভাবে বুঝার জন্য এই সেশন। আনুমানিক ৪০ মিনিট থেকে ৬০ মিনিটের এই সেশনে রোগীর থেকে তার রোগ ও সমস্যার সংক্ষিপ্ত হিস্ট্রি সহ ইন্টারনাল এবং এক্সটার্নাল যাবতীয় লক্ষণগুলো শুনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করা হয়। অতঃপর তার রোগ ও সমস্যার উপর ভিত্তি করে তাকে সামনে রেখে রুকইয়াহ করা হয়।

রুকইয়ার রিঅ্যাকশন এবং বর্ণিত লক্ষণ সমূহের উপর ভিত্তি করে অভিজ্ঞ রাকি তার একটি ডায়াগনোসিস রিপোর্ট দিয়ে থাকেন। জীন, জাদু বা বদনজর অথবা হাসাদ সম্পর্কিত কোন সমস্যা থাকলে তার উপর ভিত্তি করে সেল্ফ রুকইয়ার সাজেশন বা গাইডলাইন দেওয়া হয়। যেটা পেশেন্টের সুস্থতাকে আল্লাহর ইচ্ছায় খুব দ্রুত ত্বরান্বিত করবে।

২) লং রুকইয়াহ সেশনঃ

ডায়াগনোসিস সেশনের পরে রাক্বীর দেওয়া সেল্ফ রুকইয়ার সাজেশন বা গাইডলাইন বাসায় সঠিক ভাবে ফলো করার কারণে অনেক পেশেন্টই আল্লাহ তায়ালার ইচ্ছায় সুস্থ হয়ে যান। তবে কোন পেশেন্ট এক মাস বা ৪০ দিন পর্যন্ত সেল্ফ রুকইয়াহ কন্টিনিউ করার পরেও যদি তার সুস্থতা না আসে এবং তার রোগ ও সমস্যার জটিলতার কারণে রাকী যদি তার পরবর্তীতে সেশন নেওয়াকে প্রয়োজন মনে করেন তখন উক্ত পেশেন্টের জন্য আড়াই থেকে তিন ঘন্টা ব্যাপী একটি লং রুকইয়াহ সেশনের ব্যবস্থা রয়েছে।
এই দীর্ঘ সময়ে তার রোগ বা সমস্যাগুলোকে সামনে নিয়ে রোগ বা সমস্যাগুলোর পিছনে থাকা কারণ তথা বদনজর, হাসাদ, ব্লাক ম্যাজিক, জ্বীন-শয়তান, উক্বাদ, হুসূন, দুরূ ইত্যাদি রুকইয়াহ শারইয়ার মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয়। এবং আল্লাহ তায়ালার ইচ্ছায় এ ধরনের সেশনের ফলে পেশেন্ট সুস্থ হয়ে উঠেন।

৩) ফলোআপ রুকইয়াহ সেশনঃ

রুকইয়ার মাধ্যমে আল্লাহতালার বিশেষ অনুগ্রহে সুস্থতা লাভ করলে এবং পূর্বের কোন সিম্পটম না থাকলে শুধুমাত্র চেকআপ করার উদ্দেশ্যে রুকইয়াহ সেশন নেওয়ার ব্যবস্থা রয়েছে। এই সেশনের মাধ্যমে পেশেন্ট বুঝতে পারবেন তিনি পরিপূর্ণ সুস্থ হয়েছেন কিনা বা সুস্থতার মাত্রা কতটুকু রয়েছে কিংবা নতুন করে কোন রোগ বা সমস্যা সৃষ্টি হয়েছে কিনা।

৪) তিনদিন ব্যাপী ম্যাস রুকইয়াহ সেশনঃ

যারা অত্যধিক মাত্রায় জিন জাদুর যন্ত্রণায় আছেন, শারীরিক এবং মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত এবং আর্থিক দিক থেকে দুর্বল তাদের জন্য টানা একাধিক লং সেশনের প্রয়োজন হয়। তাদের সুবিধার কথা চিন্তা করে মাসনূন লাইফ তুলনামূলক অনেক অল্প টাকায় তিনদি ব্যাপী ম্যাস রুকইয়াহ সেশনের ব্যবস্থা রেখেছে। প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা ব্যাপী এই সেশনটি দীর্ঘায়িত হয়। এই সেশনে সর্বনিম্ন ৬ জন এবং সর্বোচ্চ ৮ জন পেশেন্ট একসাথে উক্ত রুকইয়াহ সেশনে জয়েন করে থাকেন। এবং সেশনে পেশেন্টদেরকে কন্ট্রোল করা বা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং তাদের কল্যাণে বেনিফিশিয়াল উপযুক্ত ট্রিটমেন্ট সার্ভিস প্রোভাইড করার লক্ষ্যে পুরুষদের জন্য পুরুষ থেরাপিস্ট এবং নারীদের জন্য নারী থেরাপিস্টের ব্যবস্থা রয়েছে।

এই সেশনের মাধ্যমে পেশেন্ট তাদের শারীরিক এবং মানসিক অনেক কষ্ট থেকে মুক্তি পেয়ে থাকেন। আল্লাহর ইচ্ছায় অনেকে পরিপূর্ণ সুস্থতাও লাভ করেন।

৫) ডে লং ম্যাস রুকইয়াহ সেশনঃ

অনেক পুরনো যাদু কিংবা বিভিন্নভাবে একাধিক সূত্র থেকে যাদুগ্রস্ত হওয়ার কারণে যারা অনেক সমস্যায় আক্রান্ত, বদনজর ও হাসাদের বিষাক্ততায় যারা বহু দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পর রুকইয়াহ সেশন নিচ্ছেন। কিন্তু পারিপার্শ্বিক কিংবা সময় স্বল্পতার কারণে কাঙ্খিত ফলাফল পাওয়া যাচ্ছে না, কিংবা রুকইয়া করার দরুন যাদের শরীরে থাকা জীন-শয়তান এবং বিভিন্ন সমস্যা দুর্বল হয়ে গিয়েছে এবং ভিতরে থাকা শয়তান খুরুজের নিকটবর্তী- তাদের জন্য রয়েছে দিনব্যাপী ম্যাস রুকইয়াহ সেশনের ব্যবস্থা। এই সেশনে একই সাথে ৭ থেকে ৮ জন পেশেন্ট অংশগ্রহণ করে থাকেন। এবং এই সেশনেও পেশেন্টদেরকে কন্ট্রোল করা বা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং তাদের কল্যাণে বেনিফিশিয়াল উপযুক্ত ট্রিটমেন্ট সার্ভিস প্রোভাইড করার লক্ষ্যে পুরুষদের জন্য পুরুষ থেরাপিস্ট এবং নারীদের জন্য নারী থেরাপিস্টের ব্যবস্থা রয়েছে।

এই সেশনটি সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত দীর্ঘায়িত হয়। এই সেশনের মাধ্যমে পেশেন্ট আল্লাহতালার বিশেষ ইচ্ছায় সুস্থতা লাভ করেন অথবা শারীরিক ও মানসিক যন্ত্রণাগুলো কমে যাওয়ার কারণে জীবনযাত্রা সহজ বোধ করেন।
নির্ধারিত আসন সংখ্যা পূরণ হওয়া সাপেক্ষে প্রতি মাসে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা এধরনের সেশনের ব্যবস্থা রয়েছে।

৬) ডে লং একক রুকইয়াহ সেশনঃ

অত্যন্ত জটিল পেশেন্ট কিন্তু ম্যাস রুকইয়াতে অংশগ্রহণ করতে অনিচ্ছুক কিংবা জীন-শয়তান তার শরীর ও ব্রেইনের কন্ট্রোল এমন ভাবে মারাত্মক ভয়ংকর রিয়েক্ট করে যে, তিনি যদি অন্যদের সাথে ম্যাস রুকইয়াহ সেশন করেন এতে অন্যরা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে (সীমাতিরিক্ত চিৎকার চেঁচামির, হলুস্থুল এবং যাকে তাকে মারধর, তাকে নিয়ে অন্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করার কারণে) কিন্তু তার দীর্ঘ সময় রুকইয়াহ করা প্রয়োজন। এ ধরনের পেশেন্ট চাইলে পুরো দিনের জন্য বুকিং দিতে পারেন। এই সেশনটি সকাল থেকে শুরু হয়ে রাত্র নয়টা পর্যন্ত দীর্ঘায়িত হয়। দীর্ঘ সময় ব্যাপী হওয়ার কারণে সেশনটি একাধিক রাকী পরিচালনা করে থাকেন। এই সেশনের মাধ্যমেও পেশেন্ট আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহে অনেক বেশি উপকৃত এবং লাভবান হয়ে থাকেন।

৭) রুকইয়াহ তাদমীর সেশনঃ

জ্বীন-শয়তান মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন স্তরের শক্তি এবং বলয় তৈরি করে থাকে। যেগুলো রুকইয়ার পরিভাষায় বিভিন্ন নামে পরিচিত। যেমন হুসুন, গিঁট, আইন হাসাদ ইত্যাদি। প্রাথমিকভাবে ভোকাল রুকইয়া, অডিও, তেল মালিশ ইত্যাদির মাধ্যমে এগুলো নষ্ট এবং ধ্বংস করার চেষ্টা করা হয়। কিন্তু শয়তানের শক্তি ভেদে কখনো এই জিনিসগুলো শক্তিশালী হয়ে থাকে। তখন শয়তানের এই শক্তিগুলো ধ্বংস করার জন্য শরীয়ত সমর্থিত বিভিন্ন পদ্ধতি এপ্লাই করার প্রয়োজন হয়। যেমনঃ বিভিন্ন পয়েন্টে প্রেশার দেওয়া, পয়েন্টে পয়েন্টে হিজমার কাপ বসানো, হট কিংবা কুল থেরাপি অথবা শরীয়ত সমর্থিত পন্থায় শয়তানকে প্রহার করা ইত্যাদি। এই তাদমীর সেশনের মাধ্যমে শয়তানের উক্ত শক্তিগুলো ধ্বংস করা গেলে সে পেশেন্ট আল্লাহ তাআলার ইচ্ছায় খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন। এবং এই শক্তিগুলো ধ্বংস করে দেওয়ার মাধ্যমে শয়তান দুর্বল হয়ে পড়ে এবং সে জাদুর খাদেম হয়ে থাকলে জাদুর তথ্য দিতে বাধ্য হয়। এবং অতিরিক্ত দুর্বল হওয়ার পরে শয়তান পেশেন্টের শরীর ছেড়ে যেতে বাধ্য হয়।

মাসনুন লাইফ তার পেশেন্টদের সর্বোচ্চ উপকারের কথা চিন্তা করে তাদমীর সেশনের ব্যবস্থা রেখেছে। মহিলাদের তাদমীরের জন্য মহিলা থেরাপিস্ট রয়েছেন। পেশেন্ট যে রাকীর তত্ত্বাবধানে আছেন সে রাকির পরামর্শে এই সেশনটি নিতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ
ক) আপাতত আমরা রুকইয়াহ সেশন সম্পর্কিত এই সার্ভিসগুলোই চালু রেখেছি। ভবিষ্যতে পেশেন্টদের কল্যাণ এবং সুস্থতাকে ত্বরান্বিত করার লক্ষ্যে চাহিদা এবং প্রয়োজন অনুসারে আরো ক্যাটাগরি বৃদ্ধি করা হতে পারে ইনশাআল্লাহ।
খ) মাসনূন লাইফ পেশেন্টদের নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে প্রয়োজন অনুসারে উপযুক্ত বেনিফিশিয়াল ট্রিটমেন্টের লক্ষ্যে পুরুষদের জন্য পুরুষ থেরাপিস্ট এবং নারীদের জন্য নারী থেরাপিস্টের ব্যবস্থা রেখেছে।