মাসনুন লাইফের হিজামা প্যাকেজ সমূহের পরিচিতি

মসনুন লাইফ জীন, জাদু এবং বদনজরে আক্রান্ত রোগীদের সুস্থতার জন্য রুকইয়াহ এর পাশাপাশি তিব্বে নববীর অন্যতম পার্ট হিজামারও ব্যবস্থা রেখেছে। রুকইয়ার পেশেন্ট ছাড়া যে কেউ এই সুন্নাহ ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন। দক্ষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে হিজামা সেবা প্রদান করে থাকে। ফিমেল পেশেন্টের জন্য ফিমেল থেরাপিস্ট এবং মেইল পেশেন্টের জন্য মেইল থেরাপিস্ট রয়েছে। আমরা আমাদের হিজামা প্যাকেজ সমূহের বিস্তারিত বিবরণ তুলে ধরছি

১) অল বডি হিজামা প্যাকেজ
২) ডিটক্স হিজামা প্যাকেজ
৩) সুন্নাহ পয়েন্ট হিজামা প্যাকেজ
৪) ড্রাই কাপিং প্যাকেজ
৫) ফায়ার কাপিং প্যাকেজ
৬) অনলি বডি ম্যাসাজ প্যাকেজ
৭) কাস্টমাইজ হিজামা প্যাকেজ

১) অল বডি হিজামা প্যাকেজঃ

মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট এই প্যাকেজে থাকবে। এতে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ টা বা সামথিং কম-বেশি কাপ লাগতে পারে। এর মাধ্যমে পুরো দেহের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গান এবং অঙ্গসমূহের টক্সিন গুলোকে নির্মূল করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে। ফলে প্রতিটি অর্গান এবং অঙ্গসমূহ সুস্থতা ও সতেজতাবোধ করে এবং এক্সট্রা এনার্জি লাভ করে সুস্থতা ফিল করে।

২) ডিটক্স হিজামা প্যাকেজঃ

মানব দেহের গুরুত্বপূর্ণ অর্গানসমূহ যেমনঃ কিডনি, লিভার, হার্ট, স্টমাক, কোলোন ইত্যাদি এ ধরনের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গানগুলো দীর্ঘদিন হেভি ডিউটির কারণে কখনো দুর্বল হয়ে পড়ে। সেগুলোতে বিভিন্ন প্রকার টক্সিন এবং বিষ পদার্থ জমা হয়ে শরীরকে অসুস্থতার দিকে নিয়ে যেতে থাকে।

ডিটক্স প্যাকেজে উপরোক্ত গুরুত্বপূর্ণ অর্গানগুলোতে হিজামা করানোর মাধ্যমে টক্সিন গুলোকে ব্লাডের সাথে বের করে নিয়ে আসা হয়। এর মাধ্যমে অর্গানগুলো শক্তিশালী হয়ে কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং পুরো দেহ সুস্থ ও সবল হয়ে ওঠে।

৩) সুন্নাহ পয়েন্ট হিজামা প্যাকেজ

যারা হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে হিজামা চিকিৎসা নিতে চান তথা তিনি যে সব পয়েন্টে হিজামা করিয়েছেন শুধু সেই পয়েন্টগুলোতে যারা হিজামা করাতে চান তাদের জন্য রয়েছে সুন্নাহ পয়েন্ট হিজামা প্যাকেজ।

সুন্নাহ পয়েন্টগুলোতে হিজামা করার মাধ্যমে শারীরিক বিভিন্ন সুস্থতার পাশাপাশি আত্মিক এবং আধ্যাত্মিক এক মহা প্রশান্তি লাভ হয়। কারণ প্রিয় হাবিব সা: যে পয়েন্টগুলোতে হিজমা করেছেন হুবহু একই পয়েন্টে হিজামা করানোর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ পালনে তৃপ্তিদায়ক প্রশান্তি অনুভব করা যায়।

৪) ড্রাই কাপিং প্যাকেজ

ব্লাড এবং হিমোগ্লোবিনের মাত্রা যাদের তুলনামূলক কম। ওয়েট কাপিং করালে শরীর দুর্বল হয়ে পড়া কিংবা অন্য কোন সমস্যা হওয়ার আশঙ্কা আছে কিন্তু কাপিং তার জন্য উপকারী- এ ধরনের ব্যক্তিদের জন্য রয়েছে ড্রাই কাপিং থেরাপি। ড্রই কাপিং এ কোন প্রকার ব্লাড বের করা হয় না। বরং সমস্যাগ্রস্ত পয়েন্টগুলোতে নেগেটিভ সাকশন দিয়ে কাপ বসিয়ে রাখা হয়। ড্রাই কাপিং এর মাধ্যমেও অনেক উপকার পাওয়া যায়। কারণ, কাপ বসিয়ে রাখার মাধ্যমেও উক্ত পয়েন্টের নার্ভ গুলোতে ব্লাড সার্কুলেশন বেড়ে ব্যথা রিমুভ করে এবং অন্যান্য সমস্যা দূর করতে সহায়তা করে। ওয়েট কপিং এ যাদের ভীতি আছে তাদের জন্য ড্রাই কাপিং বিকল্প হতে পারে।

৫) ফায়ার কাপিং প্যাকেজ

যাদের পুরো শরীরে বিষ ব্যথা ছড়িয়ে আছে, স্পর্শ করাই দায়, বুকে এবং পেটে অত্যধিক স্লেস্মা রয়েছে যাদের, তাদের জন্য রয়েছে ফায়ার কাপিং এর ব্যবস্থা।

৬) অনলি বডি ম্যাসাজ প্যাকেজ

যারা কোন প্রকার কাপিং নিতে চাচ্ছেন না, কিন্তু ভাবছেন মাসাজ নিলে শরীরটা হালকা হয়ে যেত, ভালো লাগতো, রিলাক্স ফিল হত, তাদের জন্য রয়েছে মাসাজ থেরাপি প্যাকেজ। ফিমেলদের জন্য ফিমেল এবং মেলদের জন্য মেইল থেরাপিস্টদের মাধ্যমে এই সার্ভিসটি আমরা প্রোভাইড করে থাকি।

৭) কাস্টমাইজ হিজামা প্যাকেজ

কেউ চাইলে উপরের যে কোন প্যাকেজ থেকে কাস্টমাইজ করেও হিজামা সার্ভিস নিতে পারবেন। চাইলে নিজের প্রয়োজন এবং পছন্দমত পয়েন্ট বাছাই করে কাপিং নিতে পারবেন।