জ্বীন-যাদু, বদনজর, হিজামা

 আক্রান্ত ব্যক্তিদের হিজামা করার উপকারিতা

হিজামা করার উপকারিতা

জ্বীন-যাদু, বদনজর এবং হাসাদে আক্রান্ত ব্যক্তিদের হিজামা করার উপকারিতা।

হিজামা শরীরে থাকা জ্বীন-যাদু, বদনজর এবং হাসাদের প্রভাবগুলোকে ধ্বংস করে দেয় বি-ইযনিল্লাহ। এছাড়াও সকল প্রকার রোগ থেকে সুস্থতা পাওয়ার জন্য আসন্ন চন্দ্রমাসের ১৭, ১৯ ও ২১ তারিখ তথা আসন্ন অক্টোবর মাসের ৩, ৫ এবং ৭ তারিখে হিজামা গ্রহণ করুন।

রাসূল ﷺ বলেছেন;

“‏ من أراد الحجامة فليتحر سبعة عشر أو تسعة عشر أو إحدى وعشرين ولا يتبيغ بأحدكم الدم فيقتله ‏”‏ ‏.‏

❝যে ব্যক্তি চন্দ্রমাসের ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করবে, তা সকল প্রকার রোগ থেকে সুস্থতার কারণ হবে। ❞

📚 সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)

         হাদিস নাম্বার ৩৮২১

Leave a Reply

Your email address will not be published.