রুকইয়াহ

রোগমুক্তির জন্য কুরআনে বর্ণিত ৬ টি আয়াতে শিফা …

20240106_000155_000

পবিত্র কুরআনে কারীমের ৬ টি আয়াত “আয়াতে শিফা বা রোগ মুক্তির আয়াত” নামে পরিচিত। এগুলো পড়ার পূর্বে সুরা ফাতিহা পড়ে নেয়া উত্তম। আয়াতগুলো হচ্ছে :

১. সুরা তাওবার ১৪ নং আয়াত,

– وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ

উচ্চারণ- ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন।

অর্থ : এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।

২. সুরা ইউনূসের ৫৭ নং আয়াত,

– وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

উচ্চারণ : ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন।

অর্থ : এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।

৩. সুরা নাহলের ৬৯ নং আয়াত,

– يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ

উচ্চারণ : ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।

অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।

৪. সুরা বনী ইস্রাঈলের ৮২ নং আয়াত,

– وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

উচ্চারণ : ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতিুল লিলমু’মিনি-ন।

অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।

৫. সুরা আশ্-শোয়ারার ৮০ নং আয়াত,

– وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

উচ্চারণ : ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।

অর্থ : এবং যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।

৬. সুরা হা-মীম এর ৪৪ নং আয়াত,

– قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ

উচ্চারণ: কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।

অর্থ : বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার।

ব্যবহার বিধিঃ উপরিক্ত আয়াতগুলো পাঠ করার সময় সামনে কোনো একটি পানিভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো পড়ে হাল্কা থুথু মিশ্রিত ফু দিবেন এবং হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে যতদূর হাত যা মাসেহ করবেন। পরবর্তীতে পানিটি থেকে কিছু পান করুন এবং অবশিষ্ট পাড়ি দিয়ে গোসল করে নিন। আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.