বদনজর

বাচ্চাদের অস্বাভাবিক কান্নাকাটি করার কারণ


বাচ্চাদের অস্বাভাবিক কান্নাকাটি করার কারণ কি?

অনেক সময় বদনজর লাগার কারণে কিছু বাচ্চা কোন কারণ ছাড়াই অস্বাভাবিক কান্নাকাটি করতে পারে। এ সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিআল্লাহু তাআ’লা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে তিনি বলেন,

دَخَلَ النَّبيُّ ﷺ فسَمِعَ صَوتَ صَبيٍّ يَبْكي، فقال: ما لصَبيِّكم هذا يَبْكي؟ هلّا استَرقَيتُم له من العَينِ؟

রাসূল ﷺ (ঘরে) প্রবেশ করে একটি কান্নারত বাচ্চার (কান্নার) আওয়াজ শুনতে পেলেন। অতঃপর তিনি বললেন, তোমাদের এই ছেলেটি কাঁদছে কেন? তোমরা কেন তার জন্য বদনজরের রুকইয়াহ তলব করছো না?

📚 الألباني، السلسلة الصحيحة (١٠٤٨) • إسناده حسن.

Leave a Reply

Your email address will not be published.