জ্বীন-যাদু, রুকইয়াহ

জ্বীন-শাইতানরা মানুষের রক্তের সাথে মিশে যায়?

জ্বীন-শাইতানরা মানুষের শরীরের রক্তের সাথে মিশে যায়

জ্বীন-শাইতানরা মানুষের শরীরের রক্তের সাথে মিশে যায়?

জ্বীন-শাইতানরা কখনোই পেশেন্টের রক্তের সাথে মিশে যায় না। বরং হাদিসে এসেছে তারা মানুষের রক্তের প্রবাহের সাথে চলাচল করে। “”জ্বীন রক্তের সাথে মিশে গেছে সুতরাং পেশেন্ট আর কখনোই সুস্থ হবে না। এবং যতই চিকিৎসা করা হোক না কেন এই জ্বীন আর পেশেন্টের শরীর থেকে কিছুতেই বের হবে না”” এধরণের সুস্পষ্ট ভুল কথাগুলো ভণ্ড, প্রতারক কবিরাজ আর কথিত জ্বীন হুজুররা সমাজে ছড়িয়েছে। চিকিৎসার ক্ষেত্রে নিজেদের অযোগ্যতা, জাহালত এবং মূর্খতাকে ধামাচাপা দেওয়ার জন্য।

যে সকল পেশেন্টদেরকে এই ধরনের কথা বলা হয়েছে তারা হতাশ এবং নিরাশ না হয়ে বরং রাসূল ﷺ এর নির্দেশিত চিকিৎসা পদ্ধতি তথা রুকইয়াহ শারইয়াহ এর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা আপনাদেরকে সুস্থতা দান করবেন।

Leave a Reply

Your email address will not be published.