একজন হিংসুক ও সাপ থেকেও বেশি ক্ষতিকর!
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা সাপ হত্যা কর। এবং পিঠে দু’টি (সাদা) দাগ বিশিষ্ট সাপ ও লেজকাটা সাপকে তোমরা মেরে ফেল। কেননা এ দু’টি সাপ দৃষ্টিশক্তি ধ্বংস করে এবং (মহিলাদের) গর্ভপাত ঘটায়। (1)
ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন, সাপের ক্ষেত্রে যখন এই অবস্থা তাহলে হিংসুক, ক্রোধান্বিত-মন্দ আত্মার ব্যাপারে ধারণা কী হতে পারে! যখন সেই আত্মা রাগের অবস্থা ধারণ করে এবং হিংসাকৃত ব্যক্তির প্রতি ওই অবস্থা নিয়ে দৃষ্টিপাত করে এবং বিষ প্রয়োগ করে! (তখন) আল্লাহর কসম! কত মানুষ নিহত হলো! কত মানুষ নিঃচিহ্ন হলো! কত সুস্থ ব্যক্তি বিছানায় পড়ে গেলো! অথচ তার ডাক্তার বলছে আমি তার রোগের ব্যাপারে কিছুই বলতে পারছি না যে, আসলে তার রোগ কি? (মানে তার কোন রোগ ডাক্তারও ধরতে পারে না) সে (তার ডাক্তার) সত্য বলেছেন। এই রোগ কোন জাগতিক ইলমের অন্তর্ভুক্ত নয় বরং এটা হচ্ছে রুহ ও তাদের বৈশিষ্ট্য ও গুণাবলী, এবং শরীর ও স্বভাবের মধ্যে তাদের প্রভাব-প্রতিক্রিয়ার পরিচয়ের ইলমের অন্তর্ভুক্ত। এসবই এমন জ্ঞান যা বিশেষ (জ্ঞানী এবং ভুক্তভোগী) ব্যক্তিরা জানতে পারে। আর ঘরকুণো (মূর্খ, গোয়াড়) লোকেরা তা অস্বীকার করে। এগুলোর প্রভাব এবং স্বভাব বা প্রকৃতির সাথে এগুলোর সংযোগ এবং এগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে কেবল তারাই জানে যাদের এগুলোর স্বাদ আস্বাদনের ভাগ্য হয়েছে। (2)
(1) 📚 সহীহুল বুখারী ৩২৯২, ৩৩১১, ৩৩১৩, মুসলিম ২২৩৩, আবূ দাউদ ৫২৫২
(2) 📚 بدائع الفوائد – ٢/٢٣٠